শিল্পসাহিত্য সংবাদ
অসহিষ্ণু পৃথিবীর বুকে' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন:
অমর একুশে বইমেলা ২০১৯ এ প্রকাশ হয়েছে কবি ও কলামিস্ট আবুল খায়ের- এর একক কাব্যগ্রন্থ ‘অসিষ্ণু পৃথিবীর বুকে’। শনিবার বাংলা একাডেমি চত্বরে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় ছড়াকার ও দৈনিক যুগান্তরের ফিচার সম্পাদক রফিকুল হক দাদু ভাই, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক পরিচালক লেখক আলী ইমাম, লেখিকা দিলারা, কবি আবুল খায়েরসহ অসংখ্য লেখক ও পাঠক।
‘অসহিষ্ণু পৃথিবীর বুকে’ কাব্যগ্রন্থের লেখক জানান, ‘অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করতে পেরে আমি যতটা না আনন্দিত, ততটা আনন্দিত গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করতে পেরে।’ বইটির মোড়ক উন্মোচন শেষে কবি তাঁর বইটি নিয়ে বাংলা ভিশন টিভিতে সাক্ষাৎকার দেন।
উল্লেখ্য যে ‘অসহিষ্ণু পৃথিবীর বুকে’ বইটি প্রকাশ করেছে উচ্ছ্বাস প্রকাশনী এবং প্রচ্ছদ করেছেন জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। অমর একুশে বইমেলায় ১৭৫ টাকা মূল্যে বইটি পাওয়া যাচ্ছে জলতরঙ্গ প্রকাশনীর ৬২৪ নং স্টলে, পাতা প্রকাশনীর ৪৪২ নং স্টলে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে।
এছাড়াও পাঠক সমাবেশ শাহবাগ, ঢাকা; জনান্তিক, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা; কবিতাক্যাফে, কাঁটাবন, ঢাকা; বাতিঘর, চট্টগ্রাম; টাউন স্টোর্স এবং বইবাড়ি, রংপুরসহ দেশের অভিজাত বই বিপনিতে।।।
অমর একুশে বইমেলা ২০১৯ এ প্রকাশ হয়েছে কবি ও কলামিস্ট আবুল খায়ের- এর একক কাব্যগ্রন্থ ‘অসিষ্ণু পৃথিবীর বুকে’। শনিবার বাংলা একাডেমি চত্বরে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় ছড়াকার ও দৈনিক যুগান্তরের ফিচার সম্পাদক রফিকুল হক দাদু ভাই, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক পরিচালক লেখক আলী ইমাম, লেখিকা দিলারা, কবি আবুল খায়েরসহ অসংখ্য লেখক ও পাঠক।
‘অসহিষ্ণু পৃথিবীর বুকে’ কাব্যগ্রন্থের লেখক জানান, ‘অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করতে পেরে আমি যতটা না আনন্দিত, ততটা আনন্দিত গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করতে পেরে।’ বইটির মোড়ক উন্মোচন শেষে কবি তাঁর বইটি নিয়ে বাংলা ভিশন টিভিতে সাক্ষাৎকার দেন।
উল্লেখ্য যে ‘অসহিষ্ণু পৃথিবীর বুকে’ বইটি প্রকাশ করেছে উচ্ছ্বাস প্রকাশনী এবং প্রচ্ছদ করেছেন জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। অমর একুশে বইমেলায় ১৭৫ টাকা মূল্যে বইটি পাওয়া যাচ্ছে জলতরঙ্গ প্রকাশনীর ৬২৪ নং স্টলে, পাতা প্রকাশনীর ৪৪২ নং স্টলে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে।
এছাড়াও পাঠক সমাবেশ শাহবাগ, ঢাকা; জনান্তিক, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা; কবিতাক্যাফে, কাঁটাবন, ঢাকা; বাতিঘর, চট্টগ্রাম; টাউন স্টোর্স এবং বইবাড়ি, রংপুরসহ দেশের অভিজাত বই বিপনিতে।।।