রমজান এলে | নিলুফার জাহান
রমজান মাসটা এলে সবাই
খুশি হয়ে যায়
আল্লাহর নামে রোজা রাখে
মনের শুদ্ধি চায়।
রাতের বেলা তারাবীহতে
করে মুনাজাত
ছেলে মেয়ে রবের কাছে
চায় যে নাজাত।
রমাদান মাসে বন্দি থাকে
দুষ্ট শয়তান ভাই
পাপের কর্ম হয় না বেশি
মনে শান্তি তাই।
ইফতার সময় বেশি খুশি
শরবত খেতে চায়
আলুর চপ, বেগুনী, ছোলা
খুশি মনে খায় ।
রমজান শেষে আসবে আবার
সেই সে খুশির ঈদ
ঈদের জামা কিনতে সবাই
সুখে ভরে হৃদ।