বিজ্ঞাপন

ইচ্ছে নদীর বাঁকে | তুহিন কুমার চন্দ্র


তারপরেতে একটা নদী,
গেলাম নদীর কাছে,
বলল নদী, নদ নদী
ভাই ক'ধরনের আছে?

কি ধরনের প্রশ্ন এটা
বলল আমায় নদী,
যাবো আমি তোমার সাথে
বলতে পারো যদি।

অনেক ভাবি অনেক চিন্তা
কুল কিনারা নেই,
একটা পাখি বসলো এসে
জানলা খুলি যেই।

হলুদ পাখির কলুদ গ্রামে
একজোড়া ভাই থাকে,
নদ ও নদী নাম যে তাদের
ইচ্ছে নদীর বাঁকে।

নদীর চরে রেখে এলাম
চিন্তাগুলো যত,
প্রশ্নগুলো ফুটতে থাকুক
নিজের ইচ্ছে মতো।

এবার নদী চললো নিয়ে
তেপান্তরের দেশে,
ঘুমের ভেতর মেঘের ভেলায়
চলছি ভেসে ভেসে।

তারপরে এক অন্য নদী,
বললো আমায় ডেকে,
হীরের নদী চাঁদের দেশে
যাওনা ক'দিন থেকে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Advertisement