শিশু-কিশোর | রাসেল খান
তোমরা যারা শিশু-কিশোর
বদ্ধ ঘরে থাকো,
মনের মাঝে স্বপ্ন হাজার
রং তুলিতে আঁকো।
হয় না দেখা ইচ্চেমতো
খোলা আকাশটাকে,
ঢেউয়ের খেলা কেমন করে
নদীর বাঁকে বাঁকে?
গাছের পাতা ঝিরিঝিরি
দুলে জুড়ায় প্রাণ,
হয় না শোনা পাখির ঠোঁটে
অবাক করা গান।
মন জুড়ানো স্নিগ্ধ পরশ
আকুল হয়ে আসে,
হয় না হাঁটা খালি পায়ে
কোমল দূর্বাঘাসে।
সবুজ মাঠের পথটি ধরে
শাপলা বিলের ঘাটে,
হয় না ছোটা বিকেলবেলা
খেলতে গাঁয়ের মাঠে।
শিউলি পলাশ গোলাপ বেলি
হাজার ফুলের ঘ্রাণে,
হয় না ছোটা একটুখানি
সুবাস মাখি প্রাণে।
মন হাসে না রবির আলোয়
বন্দি থেকে ঘরে,
স্বপ্নগুলো গুমরে কাঁদে
অঙ্কুরে যায় মরে।