একগুচ্ছ ঈদের ছড়া | আতাউর মালেক
১- 'স্বপ্ন ভাসে মায়ের চোখে'
রাতের বেলা চাঁদের আলো
ঝকমকিয়ে উঠে,
খোকন সোনা মায়ের কোলে
দেখছে খুঁটে খুঁটে!
বলছে মাকে, চাঁদটা মাগো
জ্বলছে কেন বলো,
চলোনা মা সেথায় গিয়ে
একটু ঘুরি চলো!
চাঁদে নাকি কোনসে বুড়ি
মিটমিটিয়ে হাসে,
পেঁজাতুলো মেঘেরা সব
কেমনে দেখি ভাসে!
খোকার এমন কথায় বাঁনে
ভরে মায়ের বুক,
স্বপ্ন ভাসে মায়ের চোখে
আসছে ঘরে সুখ!
২-'বলছে মাকে, ঈদটা মাগো'
খোকা বাবুর মনটা ভারী
বলছে না সে কথা,
এই করোনায় মরলো অনেক
তাইতো মনে ব্যথা!
ছোট্ট খোকা করবে কী আর
ছোট্ট মাথা তার,
বলছে মাকে, ঈদটা মাগো
করবো না এবার!
দেখছো না মা! আহাজারি
দুনিয়া জুড়ে আজ,
পায় না তারা চিকিৎসাটাও
করুন কিযে সাজ!
হাতটি রেখে খোকার মাথায়
রবকে ডাকে মায়ে,
শান্ত করে দাও না খোদা
তোমার শিতল ছাঁয়ে!