'বই আলোচনাঃ 'আলোর ফেরিওয়ালা'
''শিশুকিশোর টুনটুনি''র সন্মানিত উপদেষ্টা, বর্তমান সময়ে দুই বঙের জনপ্রিয় কথাসাহিত্যিক মুহাম্মদ বরকত আলী স্যারের সামাজিক উপন্যাস
"আলোর ফেরিওয়ালা"। বইটি আগামী মহান একুশে বইমেলা ২০২০ এ পাওয়া যাবে। নিচে বইটির প্রিভিউ দেয়া হলোঃ
প্রিভিউ:
বই: আলোর ফেরিওয়ালা
মুহাম্মদ বরকত আলী
ধরন: উপন্যাস
প্রকাশনা: শব্দভূমি প্রকাশনা
প্রচ্ছদ: হিমেল হক
প্রকাশিতব্য: বইমেলা ২০২০
সংক্ষিপ্ত বিবরণঃ
বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা আছে সেখানে হাজারো শিক্ষক বিনা বেতনে পাঠদান করে আসছেন বছরের পর বছর, যুগের পর যুগ। বেতনের আশায় থেকে মানবেতর জীবন যাপন করছেন। আবার এমন ঘটনাও ঘটেছে যে, বিনা বেতনে পাঠদান করে অবসরে গেছেন।
এসব স্কুলগুলো কীভাবে প্রতিষ্ঠা হয়, কেন হয়, কীভাবে কারা নিয়ন্ত্রণ করে, এসব কথা নিয়েই এ উপন্যাসের কাহিনি।
কাদের গাজী স্যারের মধ্যেই পাঠক খুঁজে পাবে এসব শিক্ষকের আত্মজীবনী। কাদের গাজী স্যারের করুন বাস্তবতার কাহিনি। গ্রামের মানুষ যাকে বোকা মাস্টার নামে চেনেন। যিনি নিজের খেয়ে বনের মোষ তাড়ায়। অসবর সময় ইট খোলায় কাজ করে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকেন।
উপন্যাসটি উত্তম পুরুষে লেখা৷ পার্শ্ব চরিত্রে রয়েছে তপু। যে কিনা জেনে বুঝেই একজন শিক্ষকের বিনা বেতনে অবসরের সুবাদে এই মহান পেশায় যোগদান করার সুযোগ হয়েছে।
তপু গল্পের বর্ণনাকারি।
এটা একটা হতভাগ্য বাতিওয়ালার গল্প। আলোর ফেরিওয়ালা। যিনি সারা জীবন অন্যদের মাঝে আলো বিলিয়েছেন। কিন্তু নিজের জীবনেই অন্ধকার নেমে আসে বারবার।