বিজ্ঞাপন

শাপলা ফোটা বিল | সাঈদুর রহমান লিটন


 


শাপলা ফোটা বিল

রোদের ঝিলমিল

মনটা যায় ভরে

দিন দুপুরে। 


যাচ্ছে দেখা চিল

মাছের কিলবিল

খাবার লোভে চিল

ওড়ে উপরে। 


সবুজ শাদা ফুল

নরম তুলতুল

হাত দিয়ে দেখো ছুঁয়ে

বিলের ঠান্ডা জলে।



কিশোর ছেলেমেয়ে

পানির মাঝে যেয়ে

শাপলা আনে তুলে 

কৈ,শিং আর পুঁটি ছানারা

থাকে জলের তলে। 



Next Post Previous Post
1 Comments
  • Hasibur Rohmant
    Hasibur Rohmant ৪ জানুয়ারী, ২০২৫ এ ১১:২৪ PM

    মাশাআল্লাহ চমৎকার

Add Comment
comment url

Advertisement