বিজ্ঞাপন

কোথায় সে দিনগুলো | শংকর দেবনাথ















কিশোর রোদের কল্পবোধে তপ্ত করে মনন,
প্রাণের খোঁজে নিত্য গো যে অতীত করি খনন।
ডুব-সাঁতারের খুব মজারু পদ্মদীঘি-দুপুর,
বুকের ভেতর সুখের সুরে শোনায় ঝাপুরঝুপুর।
দলবেঁধে ঝলমল আনন্দে স্কুলে যাওয়া আসার,
স্মৃতির পথে কুড়াই নিতি গন্ধ ভালবাসার।
খেলাধুলোর বিকেলগুলোর গল্প মনের কোণায়,
বেড়ায় খুঁজে দু'চোখ বুজে হারিয়ে ফেলা সোনা-ই।
বন্ধুরা কোন দূর অজানায় হারিয়ে গেল সবাই?
আনচানানো কান পেতে রই শুনব বলে রব-'আয়'।
কিশোরবেলার স্বপ্নখেলার সে দিনগুলো কোথায়?
খুঁজছি তাকে স্মৃতির বাঁকে  কষ্টনদীর সোঁতায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Advertisement