ছড়াঃ টোকাইর ভাবনা | শাহ আলম বাদশা
আমার কথা কেউ ভাবে না
কেউ ডাকে না আমারে
কোথায় থাকি কেউ বলে না
নোংরা কেন জামা রে?
কোথায় থাকি কেউ বলে না
নোংরা কেন জামা রে?
ফুটপাতে রই শুয়ে-বসে
নাম হয়েছে টোকাই যে!
নাম হয়েছে টোকাই যে!
আমারও তো বাপ-মা ছিল
ছিলাম বাবু-খোকাই যে!
ছিলাম বাবু-খোকাই যে!
কাগজ-কুড়াই বেচি মালা
যায় না তবু খিদের জ্বালা
কুকুর আমার সঙ্গীও;
ইস্কুলে যাও তোমরা সুখে
বুকটা আমার ভাঙে দুখে
কতবাধাই লঙ্ঘিও।
যায় না তবু খিদের জ্বালা
কুকুর আমার সঙ্গীও;
ইস্কুলে যাও তোমরা সুখে
বুকটা আমার ভাঙে দুখে
কতবাধাই লঙ্ঘিও।
তোমার আছে বাড়ি-গাড়ি
আমরা শুধু খাই তো ঝাড়ি
কেউ শোনে না কান্না তো!
না পেলে তাই উপোস থাকি
কেউ শোনে না যতই ডাকি
হয় না কভু রান্না তো?
আমরা শুধু খাই তো ঝাড়ি
কেউ শোনে না কান্না তো!
না পেলে তাই উপোস থাকি
কেউ শোনে না যতই ডাকি
হয় না কভু রান্না তো?
এমনি করে যাই মরে যাই
জগত থেকে যাই সরে যাই
তোমরা যাবেই যেখানে;
এই ব্যবধান থাকবে কি রে
সবাই সমান গোপন-নীড়ে
পার পাবে না সেখানে!
জগত থেকে যাই সরে যাই
তোমরা যাবেই যেখানে;
এই ব্যবধান থাকবে কি রে
সবাই সমান গোপন-নীড়ে
পার পাবে না সেখানে!