ছড়াঃ বদমাশ বাঘ | সবিতা বিশ্বাস
বাঘ তুই বদমাশ
খালি হাঁক ডাক
মেরে দেবো ঠাস ঠাস
চুপ করে থাক
বাদাবন ছেড়ে কেন
এলি লোকালয়ে?
গোঁফ দেখে কচিকাঁচা
কেঁপে মরে ভয়ে
ওই শোন হইচই
তোকে বাগে পেলে
ফুটবল খেলবেই
মারাদোনা পেলে
চুপিসারে ফিরে যারে
রেখে পায়ে ছাপ
এবারের মতো তোকে
করে দেবো মাফ।
লেখকঃ
সবিতা বিশ্বাস
প্রযত্নে-- লঙ্কেশ্বর বিশ্বাস
গ্রাম ও পোস্ট -- মাজদিয়া ( বিশ্বাস পাড়া)
জেলা-- নদীয়া। পিন-- ৭৪১৫০৭
ফোন-- ৮৯০০৭৩৯৭৮৮
ভারত