স্বাধীনতা | হাবীব হোসেন
সূর্য ডাকে তূর্যনাদে চন্দ্র ছড়ায় উস
সময় কেমন চলছে হেঁটে গলছে যেন মোস।
রাতের ঘরে সকাল ঘুমায় তারার চোখে পানি
জোছনা ধরে জোয়ারভাটা করছে টানাটানি।
অক্ষিমেলে পক্ষিকুলে আসমানে দেয় উড়া
হাসির গলায় বাঁশির চাদর উধাও মেঘের চূড়া।
শিশির ঝরে নিশির বনে আগুন ফোটে লাল
কার সে তাড়ায় গগন মাড়ায় সবুজ মহাকাল।
কক্ষ পথে বক্ষ রেখে হাঁফায় মঙ্গল শনি
বৃহস্পতির কণ্ঠে দোলে গ্যাসের বিরাট খনি।
বাতাস গিলে গাছের পাতা ফসল-পলায় মাটি
নদীর পেটে মাছের বসত ঢেউয়ের কাটাকাটি।
সব জগতে সবাই স্বাধীন কিন্তু সীমায় আটকা
পাহাড় সাগর তুচ্ছ বালু গন্ধ ফুলের টাটকা।
টাটকা খুশি আটকা পড়ে ভাঙলে সীমা-পাড়া
নয়নগুলো শয়ন ছাড়া স্বপ্ন দিশাহারা।