বিজ্ঞাপন

সাম্যের কবি নজরুল | চিত্তরঞ্জন সাহা চিতু






বিদ্রোহী কবি কাজী নজরুল,
অগ্নিবীণার উজ্জ্বল তারা বাংলার বুলবুল।
প্রতিবাদী ভাব কবির স্বভাব লেখাতে ছিল তার,
ঝড় উঠতো ভারত বর্ষে দেখেছি বারে বার।

লেখায় লেখায় আগুন জ্বলে,
আকাশে বাতাসে জলে স্থলে,
আগুন থামাবে কারা?
থামবে আগুন পালাও ব্রিটিশ  ভারতে আছো যারা।

অগ্নিবাণীতে গ্রেফতার করে তাকে,
জেলখানাতে চুপ কি বলো থাকে,
শিকল পরা গানের সুরে কবিকে মুক্তি দিলো,
মুক্তি পেয়ে শান্ত হয়নি নতুন শপথ নিলো।

নেতাজী সুভাষ তাকে পাশে পাই কবিতো দু'হাত বাড়াই,
ভারত বর্ষে আগুন জ্বালিয়ে ব্রিটিশবাদীকে তাড়াই।
এরপর কবির সব থেমে যায় নীরবে নীরবে চুপ,
বুক ভরা তার দুঃখ ছিল দেখেছি তারই রূপ।
বড় বাজার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
মোবাইল ০১৮১৮-৩৪৩৯৩৬
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Advertisement