বিজ্ঞাপন

মাকড়শা ও মোরগ পোকার গল্প | আশরাফ আলী চারু




রাতে প্রচন্ড   শীলামেঘ হয়েছে। মাঠে ঢেঁড়স গাছে বাস করা মোরগ পোকাটি শীলের আঘাতে একটা পাখায় ব্যথা পেয়ে পানিতে পড়ে হাবুডুবু করছে । পাশের গাছে বাস করা মাকড়শা  বিষয়টা দেখে তার সুতো বের করে মোরগ পোকার সামনে এগিয়ে দিল । সুতো দেখে মোরগ পোকাটি উঠে বসল। ধিরেধিরে সুতোয় উঠতে উঠতে ভাবতে লাগলো আমার কপালটাই খারাপ-পাখা ভেঙে পানিতে ডুবে মরছিলাম , এখন বাঁচার আশায় মাকড়শার সুতোয় উঠলাম । বাঁচার বৃথা চেষ্টা ,  মাকড়শা কি আমাকে বাঁচতে দিবে ?  সেতো আমাকে খাওয়ার জন্যই সুতো বিছিয়ে দিয়েছে । তার কাজই তো হলো সুতো দিয়ে শিকার ধরে খাওয়া । যাই হোক তবু সে ভয়ে ভয়ে এগিয়ে এলো  মাকড়শার কাছে । সামনে এসেই কিছু বলতে যাবে ঠিক তখনই মাকড়শা একটু হেসে বলে উঠলো - ভাই মোরগ পোকা-ভয় পেয়োনা , আমি তোমাকে খাব না।তুমি তোমার বাসায় চলে যাও । মোরগ পোকা মাকড়শার উপকারের কথা আজীবন মনে রাখবে বলে প্রতিশ্রুতি দিয়ে খুব খুশি হয়ে বাসায় ফিরে এলো । কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে উঠলো । 

কিছুদিন পরের ঘটনা মাকড়শা একদিন পানির পিপাসা মেটাতে ডুবায় গেল। সেখানের এক ব্যাঙ মাকড়শা কে দেখে খাওয়ার জন্য লোভ করল । সে এগিয়ে গেলো মাকড়শাকে ধরবে বলে । ধরবার সমস্ত প্রস্তুতি নিতে লাগলো সে । দূর হতে দেখে  সব বুঝতে পারলো মোরগ পোকা । সে দ্রুত এগিয়ে গেল সেখানে । মাকড়শাকে বাঁচাতে সে তার জীবনের ঝুঁকি নিল ।  একটু দূরে সাঁতার কাটা এক হাঁসের সামনে সে পাখা মেলে অঙ্গভঙি করতে লাগলো যাতে তার উপর হাঁসের চোখ পড়ে। তার ইচ্ছেমতো হাসের চোখ পড়লোও তার উপর।এবার সে পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে লাগলো ব্যাঙের দিকে। হাঁসকে অঙ্গভঙ্গি দেখিয়ে দেখিয়ে সে প্রায় ব্যাঙের  কাছাকাছি চলে এলো । এবার হাঁসের চোখ পড়লো ব্যাঙের উপর ৷ হাঁসতো মহাখুশি । সে পোকার লোভ ছেড়ে ঘাড় বাড়ালো ব্যাঙের দিকে।আর একটু অপেক্ষা ব্যাঙ প্রায় মাকড়শাকে  ধরতে যাবে এমন সময় ঠোঁট হা করে হাঁস এগিয়ে এলো ব্যাঙের দিকে । ব্যাঙ বুঝতে পারলো হাঁস তাকেই ধরতে আসছে ।  ওমনি সে টুপ করে দিল ডুব । মোরগ পোকা পাখা মেলে উড়াল দিলো স্থলের দিকে । মাকড়শা দ্রুত সরে পড়লো সেখান থেকে । ব্যাঙের সাথে সাথে হাঁসও ডুব দিল ডুবার পানিতে । বেঁচে গেল মাকড়শা । 
মাকড়শা মোরগ পোকাকে ডেকে বললো - ভাই জীবনের ঝুঁকি নিয়ে তোমার এই উপকারের কথা আমিও ভুলবনা। 

শিক্ষা- পরোপকার। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Advertisement