বিজ্ঞাপন

কবি হেলাল আনওয়ারের একগুচ্ছ ছড়া



১/ বাবু হাঁটে

বাবু হাঁটে থপ থপ

গা টালমাল করে,

একপা দুপা যেয়ে আবার
ঝপ করে সে পড়ে।
বাবু হাটে, সবাই খুশি
খুশি সারা বাড়ি,
বাবু হাটে, সবাই হাসে
নেই কোনো তার জুড়ি।
বাবু হেটে পড়তে যাবে
হবে অনেক বড়,
হাটো বাবু হাটতে হবে
ভয় কাঁপুনি ছাড়ো।

  ২/পড়তে হবে বাবু

সন্ধা এলো আযান হলো
বাবু সোনা কোথায় গেলো?
আয় বাবুজি জলদি আয়
নামায ছাড়া উপায় নাই।

অজু করো নামাজ পড়ো
সত্য বলো মিথ্যা ছাড়ো
পিতা মাতার মান্য করে
চলবে তুমি ধরার পরে।

ও বাবুজি পড়তে বসো
বই পড়াটা ভালোবাস
বড় হতে পড়বে তাই
বই ছাড়াতো উপায় নাই।

বাবু বলে-এবার থেকে
পড়বো সদা বই
বড় হবার জন্যে যেন
সাধক হয়ে রই।

    ৩/মাসুক বাবু

মাসুক বাবু মাসুক বাবু
বায়না করো না
অকারনে বায়না করে
কষ্ট দিও না।
বাবা মায়ের কথা মেনে
চলবে তুমি সদা
মান করো না জিদ করো না
হয় না যেন কাঁদা
পড়া রেখে করলে খেলা
কেমন করে হবে
হেলায় ফেলায় দিন কাটালে
খারাপ বলবে সবে।
তাইতো বলি মাসুক সোনা
আর করো না হেলা
বায়না রেখে পড়তে হবে
বই যে মেলা মেলা।

     ৪/পণ করব

পণ করব এবার থেকে
শিখবো কোরান পড়া,
পার পাবো না মরার পরে
আমরা,কোরান ছাড়া।
পড়বো হাদিস গড়বো জিবন
মেলবো ফুলের মতো
প্রজাপতি,বুল বুলি আর
আসবে পাখি শত।
আমার জিবন হয়গো যেন
জোসনা চাঁদের হাসি
মানুষ হতে করবে দোয়া
আমাই রাশি রাশি।

Next Post Previous Post
1 Comments
  • alisekender1957
    alisekender1957 ১৪ জুলাই, ২০২০ এ ৭:৩৪ AM

    কবি হেলাল আনোয়ারের এক গুচ্ছ ছড়া পড়লাম l ছড়াকার অভিনব সৃষ্টিতে প্রাণ মন ভরিয়ে দিলেন l
    শিশু সহ বড়োরা পাঠ করে আনন্দ পাবে l হেলাল সাহেব ছড়ার মধ্যে নতুন আঙ্গিক খোঁজার নিরন্তর প্রয়াস অব্যাহত রেখেছেন l তাঁকে জানাই উষ্ণ অভিনন্দন l

Add Comment
comment url

Advertisement