বিজ্ঞাপন

শিউলি সুবাস | সবিতা বিশ্বাস



কালো মেঘেদের তাড়িয়ে দিয়েছে সাদা মেঘেদের দল
ঝির ঝির ঝির বইছে ওই অঞ্জনা নদীর জল
আর দেরী নেই মোটে
সিরাজ ধীরাজ পদ্ম তুলছে কলার ভেলার বোটে

কাশের গুচ্ছ দুলছে দোদুল রেললাইনের ধারে
তনিমা জরিনা ধরছে ফড়িং তাইরে নাইরে নারে
দুয়ারে দাঁড়িয়ে পুজো
নীল আকাশের মেঘের ভেলায় গণেশজননী খুঁজো

কুমোর পাড়ায় গড়ছে ঠাকুর সিংহ ভীষণ রেগে
অসুরব্যাটাকে কামড়ে ধরেছে বীর বিক্রম বেগে
তাকুড় নাকুড় তাক
শিউলি সুবাস গায়ে মেখে নিয়ে বাজলো পুজোর ঢাক।



Next Post Previous Post
2 Comments
  • Sanjay Banerjee
    Sanjay Banerjee ৭ আগস্ট, ২০২০ এ ৯:৫৯ PM

    Khub sundor

    • writerkibria
      writerkibria ২৬ মে, ২০২৩ এ ১১:০১ AM

      ধন্যবাদ, পাশেই থাকুন!

Add Comment
comment url

Advertisement