বিজ্ঞাপন

দাদু নাতি | লায়লা আরজুমান সুইটি


খোকন সোনা রাগ করেছে
আর খাবেনা ভাত!
আদর কদর যতোই করো
বুঝাও না পাঁচ সাত।
পড়তে আমার ভাল্লাগেনা
খেলা দোলা খায়,
নীল আকাশে ঘুড়ি হয়ে
উড়তে মনে চায়।
সাতরঙা ঐ রামধনুটা
আমার কেনো নয়?
দাদু কেবল পড়তে বলে
দুইয়ে চারে ছয়।
সাদা মেঘের ভেলায় ভেসে কল্পে চাঁদে যাই
অলি হয়ে ফুলের বাগে
কতোই মধু খাই।
পড়ালেখায় হেলাফেলায়
ধরেছে দাদু কান!
তাই তো খোকা ভাত খাবে না
খুব করেছে মান।
রাগ করে না নাতি সোনা
আমার দিকে চাও,
মেলায় নিয়ে যাবো তোমায়
একটু হাসি দাও।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Advertisement