আজব কাণ্ড | রফিকুল নাজিম
মেঘের ছানা ডিম দিয়েছে
ইয়া মস্ত বড়ো,
সূর্য তাতে তা দিয়েছে
বৃষ্টি ঝরোঝরো।
বৃষ্টি ফোটা ধপাস করে
যেই না পরে ঘাসে
তাই না দেখে পুচকে পরী
মিষ্টি গালে হাসে।
ঘাসের ওপর বৃষ্টি কণা
পড়েই হলো ফুল
আজব কাণ্ড দেখে গাঁয়ে
বাঁধলো হুলুস্থুল!
মেঘ কিভাবে ডিম দিয়েছে
জলে কি হয় ফুল?
কচলিয়ে চোখ খোকা শুধায়
কোথায় গণ্ডগোল?
হুড়মুড়িয়ে বাতাস এসে
বলে খোকার কানে,
কল্পরাজ্য সবার খোলা
দেখতে যদি জানে!