মুক্ত আকাশের পাখি | সাঈদুর রহমান লিটন
ঐ দেখা যায় উড়ছে পাখিমুক্ত আকাশ পেয়েমুক্ত মনে ঘুরে বেড়ায়মুক্ত খাবার খেয়ে!ঐ পাখিটি ভীষণ খুশিমুক্ত মনে ঘুরে
ডানা ঝাপটে উড়ে বেড়ায়পুরো বিশ্ব জুড়ে।মুক্ত পায়ে সোনার শিকলকেহ বাঁধে যদিপরাধীনতায় আটকে পাখিকাঁদবে নিরবধি।কিংবা যদি সোনার খাঁচায়আটকে তারে রাখে,তার পৃথিবী খাঁচায় বসেঅশ্রু জলে আঁকে।সোনার খাঁচা,সোনার শিকলহোক না দামি যতপাখির কাছে মুক্ত আকাশঅক্সিজেনের মত!
লেখকঃ
সাঈদুর রহমান লিটন
জগন্নাথদী, মধুখালী, ফরিদপুর।