বিজ্ঞাপন

মুক্ত আকাশের পাখি | সাঈদুর রহমান লিটন



ঐ দেখা যায় উড়ছে পাখি
     মুক্ত আকাশ পেয়ে
মুক্ত মনে ঘুরে বেড়ায়
     মুক্ত খাবার খেয়ে!

ঐ পাখিটি ভীষণ খুশি
   মুক্ত মনে ঘুরে 
ডানা ঝাপটে উড়ে বেড়ায়
  পুরো বিশ্ব জুড়ে।

মুক্ত পায়ে সোনার শিকল
 কেহ বাঁধে যদি
পরাধীনতায় আটকে পাখি
 কাঁদবে নিরবধি। 

কিংবা যদি সোনার খাঁচায়
আটকে তারে রাখে,
তার পৃথিবী  খাঁচায় বসে
অশ্রু জলে আঁকে। 

সোনার খাঁচা,সোনার শিকল
      হোক না দামি যত
পাখির কাছে মুক্ত আকাশ 
     অক্সিজেনের  মত!


লেখকঃ

সাঈদুর রহমান লিটন 
জগন্নাথদী, মধুখালী, ফরিদপুর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Advertisement