দুষ্টুবিড়াল | হালিমা নদী
টুনটুনিটা বাঁধলো বাসা
বেগুনপাতায়,
তাইনা দেখে দুষ্টুবিড়াল
চোখটা পাকায়।
ছোট্টবাসায় একেক করে
তিনটে ডিম,
সেই খবরে বিড়াল নাচে
তা ধিন্ ধিন্।
টুনির বাসায় ফুটলো যখন
তিনটে ছানা,
বিড়াল ভাবে ছানার উপর
মারবে হানা।
ফন্দি বুঝে মা টুনিটা
বুদ্ধি আঁটে,
বিড়াল মাসি বলে বলে
পা'টা চাটে।
প্রশংসাতে দুষ্টুবিড়াল
একটু হাসে,
মাংস খাওয়ার লোভে খানিক
ভাঁটা আসে।
ক'দিন পরে তিনটে ছানা
উড়তে শেখে,
দুষ্টবিড়াল লোভী চোখে
চেয়ে দেখে।
এক লাফিয়ে ছানাগুলো
ধরতে গেলো,
ডালটা ভেঙে দুষ্টুবিড়াল
আছাড় খেলো।