ব্যাঙের বিয়ে | আবুল খায়ের
বাঘাডোবা ব্যাঙের বাড়ি
ভাঙ্গবে হাড়ি,
রানুদিদি, দাদার সনে
ধর'ছে আড়ি।
বৃষ্টি হলেই কোলা ব্যাঙের লম্বা সারি,
জোর'সে ডাকে ভাসিয়ে
জলে দাড়ি।
ডোবার জলে নাতি
ব্যাঙের বিয়ে,
মুষলধারে বৃষ্টি এলে
সঙ্গে যাবে টিয়ে।
সানাই বাজবে,বাজবে
আরও ঢোল,
নাচ হবে গান হবে
পড়বে গালে টোল।