কবি সিদ্দিক আবু বকর এর একগুচ্ছ ছড়া
ক. সৈকতে আমি
খালি গায়
খালি পায়,
সৈকতে আমি-
ভোঁদৌড় দৌড়াই
রদ্দুরে ঘামি।
এই যা টলে পা
ধপ্পাস, থামি।
গা জ্বলা দুপুরে
সাগরে নামি।
হাপ্পুস হুপ্পুস
ঢেউটা দামী
সৈকতে দৌড়াই
সাগরে নামি।
খ. চিনুক সবাই
শামুক, ঝিনুক
চিনুক
চিনুক
সবাই চিনুক।
সবাই কিনুক
ঝিনুক মালা
শামুক বালা
কানের দুল
সাগর ফুল।
রূপের খামার
কিনুক সবাই
সৈকত আমার
চিনুক সবাই।
গ. গর্জন
হুম হুম
গুম গুম,
সোঁ সোঁ সাঁ!
তেড়ে ফুঁড়ে
আসে অই
সাগরের জাঁ
সোঁ সোঁ
সোঁ সোঁ
সাঁ সাঁ সাঁ।
উঁচু ঢেউ গর্জন
তীরে থেমে যা
ভিজে যাক
খুকু মনি
বাঁধনের পা।