বিজ্ঞাপন

দশভুজা | কাশীনাথ মজুমদার পিংকু


আহ কি মজা বাহ কি মজা

বাজলে কাঠি ঢাকে

শরত এলেই বরণ করি

শারদীয়া মাকে।

আহ কি মজা বাহ কি মজা

অকালবোধন হলে

স্বর্গ থেকে আসেন দেবী

মর্তধামে চলে।

আহ কি মজা বাহ কি মজা

সকল বিভেদ ভুলে

মায়ের পায়ে অঞ্জলি দেই

শিউলি পদ্ম ফুলে।

আহ কি মজা বাহ কি মজা

জয়ধ্বনি দিয়ে

ধন্য মোরা সন্তানেরা

মায়ের আশিস পেয়ে।

আহ কি মজা বাহ কি মজা

দেবীপক্ষের শেষে

আসছে বছর আসবে বলে

বিসর্জন দেই হেসে।

আহ কি মজা বাহ কি মজা

শক্তিরুপের পূজা

আদ্যাশক্তি মহামায়া

তিনিই দশভুজা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Advertisement