শাহিন স্বপনের একগুচ্ছ ছড়া
১/ঘুড়ি
নীল আকাশে উড়ছে ঘুড়ি
লাটাই খোকার হাতে,
হাঁটছে খোকা এদিক-ওদিক
ঘুড়ির সাথে সাথে।
বন পেরিয়ে উড়ছে ঘুড়ি
নীল আকাশের বুকে,
দারুণ সুখে হাসির ধ্বনি
ফুটছে খোকার মুখে।
উড়ছে ঘুড়ি পতপতিয়ে
সবুজ মাঠের 'পরে,
ছোট্টখোকা অনেক খুশি
লাটাই হাতে ধরে।
ঘুড়ি নাচে তিড়িংবিড়িং
বাতাস যেদিক ধায়,
খোকাও নাচে ঘুড়ির সাথে
দিন পেরিয়ে যায়।
২/আদর্শ খুকি
আজ ভোরে ছোট খুকি ঘুম থেকে উঠে,
বই নিয়ে তাড়াতাড়ি যায় ঘরে ছুটে।
বাবু স্যার না-কি তাকে পড়া দিছে মেলা,
তাই আজ বাদ গেছে তার সব খেলা।
হাতমুখ ধুয়ে খুকি শুরু করে পড়া,
তা নাহলে ক্লাসে গিয়ে সাজা কান ধরা।
পড়ালেখা শেষ করে সব ঠিকমতো,
ব্যাগে নিলো বই খাতা যেথা ছিলো যত।
তাড়াহুড়ো করে খুকি হাতঘড়ি দেখে,
টিফিনের বাটি আজ গেছে ভুলে রেখে।
ক্লাসে সব পড়া দিয়ে খুব খুশি খুকি,
সখী হলো মিনা, শিখা আর হলো সুকি।
টিফিনের সময়েতে খুব খুশি মনে,
একসাথে মিলেমিশে খায় চারজনে।
এভাবেই ছোট খুকি আজ ওঠে বেড়ে,
প্রিয়দিন ছেলেবেলা, শৈশব ছেড়ে