শরৎ ছবি আঁকছি | মৌসুমী চট্টোপাধ্যায় দাস
যেদিকে চাই পাল তুলেছে সাদা মেঘের নৌকো,
মাথার ওপর নীলচে রঙের সামিয়ানার চৌকো,
চৌকো তো নয়, আছে ছেয়ে গাঁয়ের এদিক ওদিক,
দোয়েল ফিঙের সুর শোনা যায় দৌড়ে গেছি যেদিক৷
শালুক কাশে গলাগলি, চড়ের বালি চিকচিক,
সূর্য খুশির রোদ ঢেলেছে, হাসছে বাতাস ফিকফিক৷
উড়িয়ে দিলাম খুশির ঘুড়ি প্রাণের মিলন যজ্ঞে,
শরৎ দিলো সুখ ভরপুর লোভ করি না সগ্গে৷
দুঃখ ভোলার মন্ত্র জানা এক জাদুকর ডাকছি,
দুগ্গাতলায় মিলন মেলার আগাম ছবি আঁকছি৷